পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১১
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১১
1. 'কল্লোল' নাটকটি কার লেখা ?
Ans : উৎপল দত্ত
2. 'Oliver Twist' কার লেখা ?
Ans : চার্লস ডিকেন্স
3. ভরবেগের মাত্রা কি ?
Ans : MLT^-1
4. 'বাঞ্ছারামের বাগান' গল্পটি কার লেখা ?
Ans : মনোজ মিত্র
5. জিয়াউদ্দিন বারুনী এর লেখা বইটির নাম কি ?
Ans : তারিকি ফিরোজশাহী
6. অলবেরুনীর লেখা বইটির নাম কি ?
Ans : কিতাব-উল-হিন্দ
7. ওডিসি নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত ?
Ans : ওড়িশা
8. 'Dr Faustus' কার লেখা ?
Ans : Christopher Marlowe
9. ফোর্ট উইলিয়াম কার নামে তৈরি করা হয়েছে ?
Ans : ব্রিটিশ রাজা তৃতীয় উইলিয়াম
10. 'বিহু' কোন রাজ্যের লোক নৃত্য ?
Ans : আসাম
১১. লোহিত রক্তকণিকার গড় আয়ুকাল কত ?
উত্তরঃ ১৫ - ১৮ দিন
১২. গাঢ় নাইট্রিক অ্যাসিড কে কোন ধাতুর পাত্রে রাখা যায় ?
উত্তরঃ অ্যালুমিনিয়াম
১৩. সরলতম হাইড্রোকার্বন কোনটি ?
উত্তরঃ মিথেন
১৪. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় খেলা কোনটি ?
উত্তরঃ বেসবল
১৫. পশ্চিমবঙ্গের প্রথম দ্বিচক্রীযান কারখানার উদ্যোগী ওয়াং ঝাউ কোন দেশের ?
উত্তরঃ চীন
১৬. আধুনিক অলিম্পিক কোথায় প্রথম অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ এথেন্স , গ্রীস ( ১৮৯৬ সালে )
১৭. কোন সম্রাটের আমলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন ডাকা হয় ?
উত্তরঃ কনিষ্ক
১৮. কার্বনের পরিমান কম দেখা যায় কোন লোহাতে ?
উত্তরঃ পেটা লোহা
১৯. ফর্মুলা - ১ কিসের সাথে সম্পর্কিত ?
উত্তরঃ মোটর রেসিং
২০. কোন লেখকের জন্মস্থান মিউজিয়ামে পরিণত করা হবে ?
উত্তরঃ রুডিয়ার্ড কিপলিং
২১. প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় ?
উত্তরঃ ৭ ই এপ্রিল
২২. মারিয়া কিরিলেঙ্কো- নামটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তরঃ লন টেনিস
২৩. কোন শিখগুরু 'সাচ্চা বাদশাহ' উপাধি গ্রহণ করেছিলেন ?
উত্তরঃ গুরু গোবিন্দ সিং
২৪. একটি ক্রিকেট ব্যাটের সর্বাধিক দৈঘ্য কত ?
উত্তরঃ ৩৮ ইঞ্চি
২৫. রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?
উত্তরঃ ভিটামিন A