পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ০৯
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ০৯
১. কোন মুঘল সম্রাট নাচ গান বন্ধ করে দিয়েছিলেন ?
উত্তর : ঔরঙ্গজেব
২. জটায়ু - চরিত্রের স্রষ্টা কে ?
উত্তর : সত্যজিত রায়
৩. পীত বিন্দু কোথায় অবস্থিত ?
উত্তর : চোখে
৪. ম্যাক নাম্বার কোন অনুপাতের সঙ্গে সমান হয় ?
উত্তর : বস্তুর বেগ ও শব্দের বেগ
৫. মহেঞ্জোদারো কে আবিস্কার করেন ?
উত্তর : রাখালদাস বন্দোপাধ্যায় ( ১৯২২ )
৬. নাসিক প্রশস্তি কার লেখা ?
উত্তর : গৌতমী বলশ্রী
৭. প্রথম পানিপথের যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিল ?
উত্তর : ইব্রাহিম লোদী
৮. বঙ্গভঙ্গ কবে কার্যকর হয় ?
উত্তর : ১৬ ই অক্টোবর , ১৯০৫
৯. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সৃষ্টি করেছে যে দুটি নদী তার নাম কি কি ?
উত্তর : গঙ্গা ও ব্রক্ষ্মপুত্র
১০. TISCO কত সালে প্রতিষ্ঠা হয় ?
উত্তর : ১৯০৭ সালে
১১. জনপ্রিয় মুভি '3 Idiots' এর পরিচালক কে ?
উত্তর : রাজকুমার হিরানী
১২. Aung San Suu Kyi - কোন দেশের প্রসিদ্ধ নেতা ?
উত্তর : মায়ানমার
১৩. সানিয়া মির্জা কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর : লন টেনিস
১৪. আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় ?
উত্তর : লুসান , সুইজারল্যান্ড
১৫. কোন গুপ্ত সম্রাট সঙ্গীতে পারদর্শী ছিলেন ?
উত্তর : সুমুদ্রগুপ্ত
১৬. 'বিহু' উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
উত্তর : আসাম
১৭. পিত্ত রস কোন স্থানে সংশ্লেষিত হয় ?
উত্তর : যকৃত
১৮. কোন ধরনের তাপ সঞ্চালনে জড় মাধ্যমের প্রয়োজন হয় না ?
উত্তর : বিকিরণ
১৯. বেদের সর্বপ্রাচীন অংশ কোনটি ?
উত্তর : ঋকবেদ
২০. চোল বংশের সর্ব শেষ রাজা কে ছিলেন ?
উত্তর : রাজেন্দ্র চোল
21. ভারতের উচ্চতম শৃঙ্গ যেটি মতান্তরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত ?
উত্তর : গডউইন অস্টিন বা K2
22. ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় কোন মালভুমিতে ?
উত্তর : ছোটনাগপুর মালভূমি
23. বক্সাইট থেকে কি নিষ্কাশিত হয় ?
উত্তর : অ্যালুমিনিয়াম
24. ভারতের কোন রাজ্যে কাপড় কলের সংখ্যা সর্বাধিক ?
উত্তর : গুজরাট
25. 'Wikileaks' এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : Julian Assenje
26. সচিন তেন্ডুলকর কে কত সালে ভারত রত্ন সম্মানে সম্মানিত করা হয় ?
উত্তর : 2014 সালে