পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ২৬
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ২৬
১. গুজরাটের কোন জাতীয় উদ্যানে সিং প্রকল্প গড়ে তোলা হয়েছে ?
উত্তর : গির জাতীয় উদ্যান
২.১৮৫০ থেকে ১৯০০ সল্ পর্যন্ত বায়ুমণ্ডলের তাপমাত্রা কত বেড়েছে ?
উত্তর : ০.৫ ডিগ্রি সেলসিয়াস
৩. চাঁদে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয় তবে তার ভর কি হবে ?
উত্তর : ভর সর্বদা অপরিবর্তিত থাকে
৪. জ্বলন্ত LED এর ক্ষেত্রে শক্তির কি রূপান্তর ঘটে ?
উত্তর : তড়িৎশক্তি থেকে আলোকশক্তি
৫. ভিটামিন B- ১২ এর রাসায়নিক নাম কি ?
উত্তর : সায়ানোকোবালামিন
৬. মানবদেহের ক্ষুদ্রতম পেশী কোনটি ?
উত্তর : স্টেপিডিয়াস পেশী
৭. সম্রাট হুমায়ূনের মৃত্যুর পর আকবর কত বছর বয়সে ভারতের শাসনভার গ্রহণ করেন ?
উত্তর : ১৩ বছর
৮. স্বর্ণ দ্রবীকরণের জন্য কি ব্যবহৃত হয় ?
উত্তর : অ্যাকোয়া রিজিয়া
৯. তড়িৎবিশ্লেষণের সময় তড়িৎশক্তি কোন শক্তিতে রূপান্তর ঘটে ?
উত্তর : রাসায়নিক শক্তিতে
১০. রেটিনার কোন কোশ গুলি উজ্জ্বল আলোতে সংবেদনশীল ?
উত্তর : শঙ্কু আকৃতির কোন কোষ
১১. গাছের কোন টিস্যু জল বহন করে ?
উত্তর : জাইলেম
১২. সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহৃত হয় ?
উত্তর : সিলিকন
১৩. সালফিউরিক এসিড যখন দস্তার ওপর ঢেলে দেওয়া হয় তখন কি গ্যাস উৎপন্ন হয় ?
উত্তর : হাইড্রোজেন
১৪. শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ ?
উত্তর : যান্ত্রিক তরঙ্গ
১৫. যক্ষা রোগটি সর্বপ্রথম শরীরের কোন অংশকে আক্রান্ত করে ?
উত্তর : ফুসফুস
১৬. রামচরিত গ্রন্থটির লেখক কে ?
উত্তর : সন্ধ্যাকর নন্দী
১৭. কোন শব্দে কাঁচ ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল ?
উত্তর : সুপারসনিক তরঙ্গ
১৮. সুক্রোজ প্রাকৃতিক ভাবে কোন উদ্ভিদে উৎপাদিত হয় ?
উত্তর : আখ
১৯. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সম্পন্ন হয় ?
উত্তর : ১৫৫৬ সালে
২০. যদি খোসা ছাড়ানো আলুতে আয়োডিন যুক্ত হয় তবে বর্ণ কি হয় ?
উত্তর : গাঢ় নীল
উত্তর : গির জাতীয় উদ্যান
২.১৮৫০ থেকে ১৯০০ সল্ পর্যন্ত বায়ুমণ্ডলের তাপমাত্রা কত বেড়েছে ?
উত্তর : ০.৫ ডিগ্রি সেলসিয়াস
৩. চাঁদে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয় তবে তার ভর কি হবে ?
উত্তর : ভর সর্বদা অপরিবর্তিত থাকে
৪. জ্বলন্ত LED এর ক্ষেত্রে শক্তির কি রূপান্তর ঘটে ?
উত্তর : তড়িৎশক্তি থেকে আলোকশক্তি
৫. ভিটামিন B- ১২ এর রাসায়নিক নাম কি ?
উত্তর : সায়ানোকোবালামিন
৬. মানবদেহের ক্ষুদ্রতম পেশী কোনটি ?
উত্তর : স্টেপিডিয়াস পেশী
৭. সম্রাট হুমায়ূনের মৃত্যুর পর আকবর কত বছর বয়সে ভারতের শাসনভার গ্রহণ করেন ?
উত্তর : ১৩ বছর
৮. স্বর্ণ দ্রবীকরণের জন্য কি ব্যবহৃত হয় ?
উত্তর : অ্যাকোয়া রিজিয়া
৯. তড়িৎবিশ্লেষণের সময় তড়িৎশক্তি কোন শক্তিতে রূপান্তর ঘটে ?
উত্তর : রাসায়নিক শক্তিতে
১০. রেটিনার কোন কোশ গুলি উজ্জ্বল আলোতে সংবেদনশীল ?
উত্তর : শঙ্কু আকৃতির কোন কোষ
১১. গাছের কোন টিস্যু জল বহন করে ?
উত্তর : জাইলেম
১২. সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহৃত হয় ?
উত্তর : সিলিকন
১৩. সালফিউরিক এসিড যখন দস্তার ওপর ঢেলে দেওয়া হয় তখন কি গ্যাস উৎপন্ন হয় ?
উত্তর : হাইড্রোজেন
১৪. শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ ?
উত্তর : যান্ত্রিক তরঙ্গ
১৫. যক্ষা রোগটি সর্বপ্রথম শরীরের কোন অংশকে আক্রান্ত করে ?
উত্তর : ফুসফুস
১৬. রামচরিত গ্রন্থটির লেখক কে ?
উত্তর : সন্ধ্যাকর নন্দী
১৭. কোন শব্দে কাঁচ ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল ?
উত্তর : সুপারসনিক তরঙ্গ
১৮. সুক্রোজ প্রাকৃতিক ভাবে কোন উদ্ভিদে উৎপাদিত হয় ?
উত্তর : আখ
১৯. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সম্পন্ন হয় ?
উত্তর : ১৫৫৬ সালে
২০. যদি খোসা ছাড়ানো আলুতে আয়োডিন যুক্ত হয় তবে বর্ণ কি হয় ?
উত্তর : গাঢ় নীল