পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ২৯
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ২৯
1. আলো যে সাতটি বর্ণের সমষ্টি তা কে প্রমাণ করেছেন ?
Ans: নিউটন
2. টলেমি কে?
Ans: জ্যোতির্বিদ
3. কলের জলে সাধারণত কোন উপাদান বেশি থাকে ?
Ans: আয়রণ (লৌহ)
4. হীরা আধারে চকচক করে কেন ?
Ans: হীরা সংকট কোন বেশি বলে এবং প্রতিসরণের জন্য
5. টেলিভিশনে কি ধরণের তরঙ্গ ব্যবহার করা হয় ?
Ans: মাইক্রোওয়েভ
6. আলোর কোয়ান্টাম তত্বের প্রবর্তক কে?
Ans: ম্যাক্স প্লাঙ্ক
7. উড়োজাহাজের উচ্চতা মাপার যন্ত্র?
Ans: ওডোমিটার
8. দুধের রং সাদা হয় ?
Ans: প্রোটিনের জন্য
9. মানুষের হৃদপিণ্ডে কতগুলি প্রকোষ্ঠ থাকে?
Ans: চারটি
10. ডি.এন.এ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে ?
Ans: ওয়াটসন ও ক্রিক
11. হৃদপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত ?
Ans: বিশেষ ধরনের অনৈচ্ছিক
12.কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় ?
Ans: উট
13. আকৃতি ,অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
Ans: ৩ ধরনের
14. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ ?
Ans: আমিষ
15. রংধনু সৃষ্টির বেলায় জলের কণাগুলো কিসের কাজ করে?
Ans: লেন্সের
16. কোনটি রক্ত জমাট বাঁধতে দেয় না
Ans: হেপারিন
17. মানব চোখে কয়টি অশ্রু গ্রন্থী থাকে ?
Ans: ২ টি
18. মানব চোখে পেশীর সংখ্যা কত ?
Ans: ৬ টি
19. চোখের জলের উত্স কোথায় ?
Ans: ল্যাক্রিমাল গ্রন্থী
20. ইনসুলিন অগ্নাশয়ের কোথায় তৈরী হয় ?
Ans: বিটা কোষে