পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১০
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১০
১. কোন বর্ণের আলোর জন্য কাঁচের প্রতিসরাঙ্ক নূন্যতম হয় ?
উত্তরঃ লাল আলো
২. প্রাচীন মগধের রাজধানী কোথায় ছিল ?
উত্তরঃ গিরিব্রজ
৩. গীতগোবিন্দের রচয়িতা জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন ?
উত্তরঃ লক্ষণ সেন
৪. হলদিঘাটের যুদ্ধে আকবর কার সাথে যুদ্ধ করেছিলেন ?
উত্তরঃ রানা প্রতাপ সিং
৫. হলদিঘাটের যুদ্ধ কত সালে ঘটেছিল ?
উত্তরঃ ১৫৭৬ সালের ১৮ ই জুন
৬. ভারতীয় বিপ্লবীদের জননী রূপে কে পরিচিত ছিলেন ?
উত্তরঃ মাদাম কামা
৭. গেরোসোপ্পা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?
উত্তরঃ সরাবতী
৮. পূর্ব ভারতের অর্থকরী ফসল কোনটি ?
উত্তরঃ পাট (Jute)
৯. ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ গুজরাটের কয়ালি
১০. ভারতের বৃহত্তম তৈল ক্ষেত্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ ডিগবয় ( আসাম )
১১. প্রথম পেট্রো রাসায়নিক শিল্প কোথায় স্থাপিত হয় ?
উত্তরঃ ট্রম্বে ( মুম্বাই )
১২. প্রথম কোন বাঙালি দাদা সাহেব ফালকে পুরস্কার পান ?
উত্তর : বীরেন্দ্রনাথ সর্দার ( ১৯৭২ )
১৩. প্রথম কোন ভারতীয় অস্কার পুরস্কার পান ?
উত্তরঃ ভানু আথাইয়া
১৪. একটি কাবাডি দলে কতজন প্লেয়ার থাকে ?
উত্তরঃ ৭ জন
১৫. মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সাথে যুক্ত ?
উত্তরঃ ভারতনাট্যম
১৬. কাবুলিয়ত এবং পাট্টা কে প্রচলন করেন ?
উত্তর : শের শাহ ( ১৫৪২ সালে )
১৭. ;বন্দে মাতরম' কার লেখা ?
উত্তর : বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
১৮. গম কে কেন রবি ফসল বলা হয় ?
উত্তর : কারণ এটি শীতকালে চাষ হয়
১৯. হিন্দি উপন্যাস 'Godaan' কার লেখা ?
উত্তর : মুন্সী প্রেমচাঁদ
২০. সত্যজিত রায় কে কবে অস্কার প্রদান করা হয় ?
উত্তর : ১৯৯২ সালে
২১. কি পুড়িয়ে কোক তৈরী করা হয় ?
উত্তর : কয়লা
২২. বেনেজির ভূট্টো শহীদ পুরস্কার প্রচলন করেছে কারা ?
উত্তর : পাকিস্তান পিপলস পার্টি
২৩. জায়েন্ট পান্ডা কোন দেশে পাওয়া যায় ?
উত্তর : চীন
২৪. সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর : ফুটবল
২৫. হরিপ্রসাদ চৌরাসিয়া কোন ক্ষেত্রের সাথে যুক্ত ?
উত্তর : বাঁশি বাদক