পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ২১

 


পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ২১ 

**********************************



1) হরপ্পা সভ্যতার বন্দর শহর কোন নদীর তীরে অবস্থিত?
উ: ভোগাবর নদী

2) 'ভারতের নেপোলিয়ন' কাকে বলা হয়?
উ: সমুদ্রগুপ্ত

3) নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
উ: প্রথম কুমারগুপ্ত

4) হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানত না?
উ: লোহা

5) "দানসাগর" ও "অদ্ভূতসাগর" গ্রন্থদুটি কার লেখা?
উ: বল্লাল সেন

6) পাটলিপুত্র নগরী কে প্রতিষ্ঠা করেন?
উ: উদয়িন

7) আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন?
উ: ধননন্দ

8) মৌর্য সম্রাট বিন্দুসার কোন ধর্মাবলম্বী ছিলেন?
উ: আজীবক

9) সম্রাট অশোকের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উ: রাধাগুপ্ত

10) এলাহবাদ প্রশস্তি কে রচনা করেন?
উ: হরিষেণ

11) হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত?
উ: ইরাবতী/রাভী

12) "শ্রেণিক" কার উপাধি ছিল?
উ: বিম্বিসার

13) মগধের কোন সম্রাটকে "দ্বিতীয় পরশুরাম" বলা হয়?
উ: মহাপদ্মনন্দ কে

14) "গীতগোবিন্দম" কে রচনা করেন?
উ: কবি জয়দেব

15) বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন?
উ: ধর্মপাল

16) কলিঙ্গের রাজধানীর নাম কী ছিল?
উ: তোষালি

17) কোন সম্রাটের উপাধি ছিল "শিলাদিত্য"?
উ: হর্ষবর্ধনের

18) গৌড়রাজ শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
উ: কর্নসুবর্ন/রাঙামাটি/রক্তমৃত্তিকা

19) চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন কোন গুপ্ত সম্রাটের রাজত্বকালে ভারতে আসেন?
উ: দ্বিতীয় চন্দ্রগুপ্ত

20) চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় প্রাণত্যাগ করেন?
উ: শ্রবণবেলাগোলা

21) বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম নরপতির নাম কী?
উ: শশাঙ্ক

22) কে শকাব্দের প্রচলন করেন?
উ: কণিষ্ক(78 খ্রীঃ)

23) "সি-ইউ-কি" গ্রন্থটি কার লেখা?
উ: হিউয়েন সাঙ

24) গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্ম প্রচার করেন?
উ: সারনাথে