পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১৬

 


পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১৬




1. মানুষের শরীরে নিষিক্ত ডিমটি কোনটির মধ্যে প্রবাহিত হয় ?
Ans : জরায়ু 

2. আগা খান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত ?
Ans : হকি 

3. সিলভার ক্লোরাইড কে যখন সূর্যের আলোয় রাখা হয় তখন এটি ধূসর বর্ণ ধারণ করে কারণ ?
Ans : সিলভারের উপস্থিতি 

4. মসজিদের শহর কাকে বলে ? 
Ans : বাংলাদেশের ঢাকা 

5. রক্ত কোশের ক্যানসার কে কি বলা হয় ? 
Ans : লিউকেমিয়া

6. জীবনের অধিকার কে কোন পরিস্থিতিতে খর্ব করা যায় না ?
Ans : জরুরিকালীন অবস্থায় 

7. কে রাজ্যসভা ও লোকসভার উভয় সংসদ ভবনের সদস্য দের নিয়ে গঠিত একটি নির্বাচন সমিতির সদস্যদের দ্বারা নির্বাচিত হন ?
Ans : উপ-রাষ্ট্রপতি

8. অ্যালান অক্টোভিয়ান হিউম কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস দল গঠন করেন ?
Ans : 1885 সালে 

9. পাথর কেটে তৈরি উদয়গিরি ও খণ্ড গিরি গুহা কোন রাজ্যে অবস্থিত ?
Ans : ওড়িশা 

10. কালাজ্বরের ঔষধ আবিষ্কার করে খ্যাতি অর্জন করেন কে ?
Ans : উপেন্দ্রনাথ ব্রহ্মচারী

11. ত্বরণের এককে সেকেন্ড দুবার আসে,একটি সময়ের জন্য অন্যটি ?
Ans : বেগের পরিবর্তন 

12. ভারতের বৃহত্তম পাখিরালয় কোথায় অবস্থিত ?
Ans : রাজস্থান 

13. কোন সালে সুভাষ চন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন ?
Ans : 1943 সালে 

14. ভারত সরকার কোন সালে স্পোর্টস অর্থরিটি অফ ইন্ডিয়া স্থাপন করে ?
Ans : 1984 

15. সুরক্ষিত তড়িৎ প্রবাহের ক্ষেত্রে ব্যবহৃত MCB এর পুরো কথা কি ?
Ans : মিনিয়েচার সার্কিট ব্রেকার
 
16. ভারতের উত্তরের সর্বশেষ বিন্দু কোনটি ?
Ans : ইন্দিরা কল 

17. ভারতের টেলিকম রেগুলেটরি অর্থরিটি এর সদর দপ্তর কোথায় ?
Ans : নতুন দিল্লী

18. চাঁদে কোনো মানবদেহের ভরের পরিমান 40 কেজি হলে,পৃথিবীতে তার ভর কত হবে ?
Ans : 40 কেজি 

19. কোন খেলাটি জেন্টলম্যান গেম নামে পরিচিত ?
Ans : ক্রিকেট 

20. লোহাকে বাতাসে দহন করলে লি উৎপন্ন হয় ?
Ans : Fe2O3