পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৩১

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৩১   

**********************************


1. ইণ্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ কোথায় অবস্থিত ?
Ans :   নতুন দিল্লী (দিল্লী)

2. ইণ্ডিয়ান বোটানিকাল সার্ভে কোথায় অবস্থিত ?
Ans :  কলকাতা (পঃবঃ)

3. দুগ্ধ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans :  কার্ণাল (হরিয়ানা)

4. পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans :  ব্যারাকপুর (পঃবঃ)

5. ছাগল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans :  মথুরা (উত্তর প্রদেশ)

6. ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans :  লখনৌ (উত্তর প্রদেশ), কোয়েম্বাটুর (তামিলনাড়ু)

7. মৌমাছি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans :  পুনে (মহারাষ্ট্র)

8. কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans :  নাগপুর (মহারাষ্ট্র)

9. পোলট্রি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans :  ব্যাঙ্গালুরু (কর্ণাটক)

10. সিল্ক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans :  মাইসোর (কর্ণাটক)

11. কফি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans :  কাশাড়াগাড় (কেরালা), চিকমাগালুর (কর্ণাটক)

12. চামড়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans :  চেন্নাই (তামিলনাড়ু)

13. রবার গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans :  কোট্টায়াম (কেরালা)

14. আলু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans :  সিমলা (হিমাচল প্রদেশ)

15. চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans :  টোকলাই, জোরহাট (অসম); পুণে (মহারাষ্ট্র)

16. তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans :  রাজামুন্দ্রি (অন্ধ্রপ্রদেশ)

17. ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans :  কটক (ওড়িশা), চুঁচুড়া (পঃবঃ)

18. গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans :  পুসা (দিল্লী)

19. কলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans :  তিরুচি (তামিলনাড়ু)

20. তুলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans :  নাগপুর (মহারাষ্ট্র)

21. মিলেট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans :  যোধপুর ও হায়দ্রাবাদ

22. বার্ড ফ্লু পরীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans :  ভোপাল (মধ্যপ্রদেশ), পুণে (মহারাষ্ট্র), বেলেঘাটা (পঃবঃ), ব্যাঙ্গালুরু (কর্ণাটক)

23. চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans :  নেলোর (অন্ধ্রপ্রদেশ)

24. ভারতীয় দুগ্ধ নিগম কোথায় অবস্থিত ?
Ans :  আনন্দ (গুজরাট)

25 জাতীয় মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans :  কালিকট (কেরালা)

26. আন্তর্জাতিক বাগিচা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans : ব্যাঙ্গালুরু (কর্ণাটক)