পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ২২
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ২২
1) ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়?
উ: মহাপদ্মনন্দ
2) "রাম রহিম এক হ্যায়, নাম ধরা হ্যায় দো"-একথা কে প্রচার করেন?
উ: কবীর
3) মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়?
উ: নানা ফড়নবিশ
4) গুরুমুখী বর্ণমালা কে প্রবর্তন করেন?
উ: গুরু অঙ্গদ
5) "রামচরিত" কাব্য কে রচনা করেন?
উ: সন্ধ্যাকর নন্দী
6) বাংলাদেশে কে কৌলিন্য প্রথা প্রবর্তন করেন?
উ: বল্লাল সেন
7) প্রাচীন ভারতে মোট কতগুলি মহাজনপদ ছিল?
উ: 16 টি
8) দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম কী?
উ: অস্মক
9) শিশুনাগ বংশের রাজধানী কোথায় ছিল?
উ: প্রথমে গিরিব্রজ ও পরে বৈশালী
10) "মুদ্রারাক্ষস" গ্রন্থটি কার লেখা?
উ: বিশাখদত্ত
11) "হাতিগুম্ফা লিপি" কে খোদাই করেন?
উ: কলিঙ্গরাজ খারবেল
12) "অমিত্রাঘাত" উপাধি কে গ্রহণ করেন?
উ: বিন্দুসার
13) মিনান্দারের(ব্যাকট্রিয় গ্রীক রাজা) রাজধানী কোথায় ছিল?
উ: শাকল বা শিয়ালকোট
14) কুষাণরা কোন জাতির শাখা?
উ: ইউ-চি
15) সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উ: সিমুক
16) "শক-যবন-পহ্লব-নিসূদন" কাকে বলা হয়?
উ: গৌতমীপুত্র সাতকর্ণী
17) বাংলার প্রথম নির্বাচিত নরপতির নাম কী?
উ: গোপাল
18) কোন কোন রাজশক্তির মধ্যে 'ত্রিশক্তি সংঘর্ষ' হয়েছিল?
উ: পাল-প্রতিহার-রাষ্ট্রকূট
19) "পরমেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ" উপাধি কে গ্রহণ করেছিলেন?
উ: ধর্মপাল
20) পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
উ: প্রথম মহীপাল
21) কৈবর্ত বিদ্রোহ কোন পালরাজার রাজত্বকালে সংঘটিত হয়?
উ: দ্বিতীয় মহীপাল
22) কৈবর্ত বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?
উ: দিব্য বা দিব্বোক
23) পাল যুগের দুজন ভাস্কর্য শিল্পীর নাম লেখ।
উ: ধীমান পাল ও বীতপাল
24) চর্যাপদ কোন যুগে রচিত হয়েছিল?
উ: পাল যুগে
25) "আয়ুর্বেদ দীপিকা" গ্রন্থের লেখক কে?
উ: চক্রপানি দত্ত
50) বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন?
উ: ধর্মপাল