পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ০৩

 


পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ০৩ 

১. একমাত্র ভারতীয় অভিনেতা যিনি বাংলা, ইংরাজি, জার্মান, ল্যাটিন, স্পানিশ,ফ্রেঞ্চ ভাষায় পারদর্শী ছিলেন ?

উত্তর : উত্পল দত্ত 

২. শরীরের অভ্যন্তরীণ অঙ্গ নিয়ে পড়াশোনা কে কি বলে ?

উত্তর : অ্যানাটমি 

৩. ভারতে নিউক্লিয় বিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর : হোমি জাহাঙ্গীর ভাবা 

৪. তেজস্ক্রিয়তা কে আবিস্কার করেন ?

উত্তর : হেনরি বেকারেল 

৫. ওড়িশার চাঁদিপুর কি কারণে বিখ্যাত ?

উত্তর : মিসাইল টেস্টিং রেঞ্জ 

৬. ভারতীয় সিনেমা  কে বিশ্বের দরবারে তুলে ধরা 'Mother India' মুভিতে মুখ্য চরিত্রে কে ছিলেন ?

উত্তর : নার্গিস ( ডিরেক্টর - মেহেবুব খান )

৭. 'Bogie' - শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?

উত্তর : গল্ফ 

৮. আয়োডিনের অভাবে কোন রোগ হয় ?

উত্তর : গয়টার 

৯. ভিটামিন E এর রাসায়নিক নাম কি ?

উত্তর : টোকোফেরল 

১০. মহারাষ্ট্রের Pimpri কি কারণে বিখ্যাত ? 

উত্তর : পেনিসিলিন ফ্যাক্টরি 

১১. গণপরিষদে কবে ভারতের জাতীয় পতাকা গৃহিত হয় ?

উত্তর : ২২ জুলাই, ১৯৪৭ 

১২. সিকিউরিটি কাউন্সিলে মোট সদস্য সংখ্যা কত ?

উত্তর : ১৫ 

১৩. পণ্ডিত যশরাজ কোন মিউজিকের সাথে যুক্ত ?

উত্তর : ক্লাসিকাল মিউজিক 

১৪. গ্রামীন উন্নয়ণ ব্যাঙ্ক NABARD কোন বছর স্থাপিত হয় ?

উত্তর : ১৯৮২ সালে

১৫. কোন আন্তর্জাতিক ক্রিকেটারের আত্মজীবনী 'Hitting across the Line' ?

উত্তর : ভিভিয়ান রিচার্ডস 

১৬. 'দেবীচন্দ্রগুপ্তম' নাটকটি কে লিখেছেন ?

উত্তর : বিশাক দত্ত 

১৭. বিখ্যাত উপন্যাস 'Love across Eternity' কে লিখেছেন ?

উত্তর : বন্দনা মজুমদার 

১৮. 'রামচরিত' কে রচনা করেছিলেন ?

উত্তর : সন্ধ্যাকর নন্দী 

১৯. সন্ধাকর নন্দী কার সভা কবি ছিলেন ?

উত্তর : রাম পাল 

২০. বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর : গোপাল পাল 

২১. পাল বংশের শেষ রাজা কে ছিলেন ?

উত্তর : রাম পাল 

২২. সন্ধাকর নন্দী কোন ভাষার লেখক ছিলেন ?

উত্তর : সংস্কৃত 

২৩. রামচরিত থেকে কোন বিদ্রোহের কথা জানতে পারি ?

উত্তর : কৈবর্ত বিদ্রোহ 

২৪. কৈবর্ত্য বিদ্রোহের নেতা কে ছিলেন ?

উত্তর : দিব্য বা দিব্যক 

২৫. রামচরিত মানস কার লেখা ? 

উত্তর : তুলসী দাস