পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ০৪

 


পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ০৪

১. তুলসী দাস কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন ?

উত্তর : আকবর 

২. তুলসী দাস কোন ভাষায় লিখতেন ?

উত্তর : হিন্দি 

৩. কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?

উত্তর : কনিস্ক 

৪. কনিস্ক কত সালে শকাব্দ প্রবর্তন করেন ?

উত্তর : ৭৮ AD 

৫. 'বুদ্ধ চরিত' কার লেখা ?

উত্তর : অশ্ব ঘোষ 

৬. অশ্ব ঘোষ কার সভাকবি ছিলেন ?

উত্তর : কনিষ্ক 

৭. আরবরগন সিন্ধু আক্রমনের সময় রাজা কে ছিলেন ?

উত্তর : দাহির ( ৭১২ AD তে আরবগন সিন্ধু আক্রমন করে )

৮. বোম্বাইতে অনুষ্ঠিত ভারতের জাতীয় কংগ্রেস এর প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন ?

উত্তর : W. C. Banerjee ( ১৮৮৫ সালে )

৯. কোন সাংবাদিক সর্বত্রভাবে নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন ?

উত্তর : হরিশচন্দ্র মুখার্জি 

১০. হরিশচন্দ্র মুখার্জি কোন পর্ত্রিকার সম্পাদক ছিলেন ?

উত্তর : হিন্দু প্যাট্রিয়ট

১১. শিশু গাছ কোন ধরনের অরন্যে দেখা যায় ?

উত্তর : পর্ণমোচী অরন্য 

১২. হিরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর : ওড়িশা 

১৩. ভারতে দুগ্ধ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য ?

উত্তর : গুজরাট 

১৪. দুগ্ধ গবেষনা কেন্দ্র কোথায় অবস্থিত ?

উত্তর : কার্নেল ( হরিয়ানা )

১৫. ওস্তাদ মুস্তাক আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?

উত্তর : সেতার  

১৬. মানুষের শরীরে স্পাইনাল নার্ভের সংখ্যা কত ?

উত্তর : ৩১ জোড়া 

১৭. সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার কোথায় অবস্থিত ছিল ?

উত্তর : মহেঞ্জোদারো

১৮. মহেঞ্জোদারোর আবিস্কর্তা কে ?

উত্তর : রাখালদাস বন্দোপাধ্যায় 

১৯. হরপ্পা সভ্যতার আবিস্কর্তা কে ?

উত্তর : দয়ারাম সাহানি 

২০. সাতবাহন রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?

উত্তর : গৌতমীপুত্র সাতকর্নি

২১. কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন ?

উত্তর : মহম্মদ বিন তুঘলক 

২২. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর : গিয়াসউদ্দিন তুঘলক 

২৩. ইবনবতুতা কার সময়ে এসেছিলেন ?

উত্তর : মহম্মদ বিন তুঘলকের সময় 

২৪. ইবনবতুতার লেখা গ্রন্থটির নাম কি ?

উত্তর : কিতাব-উল-লেহারাম 

২৫. ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?

উত্তর : লর্ড ডাফরিন