পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ০২

 


পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ০২ 

১. 'English August' - উপন্যাসটি কে লিখেছেন ?

উত্তর : উপমন্নু চ্যাটার্জী 

২. তামিলনাডু তে শীতকালে বৃষ্টি ঘটায় কোন বায়ু ?

উত্তর : পশ্চাদগামী মৌসুমী বায়ু 

৩. ওড়িশার ময়ুরখন্ড কি কারণে বিখ্যাত ?

উত্তর : হেমাটাইট আকরিক লোহা 

৪. প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটার একটি ইনিংসে ৩০০-র বেশি রান করেন ?

উত্তর : বীরেন্দ্র সহবাগ ( পাকিস্তানের বিরুদ্ধে )

৫. বাংলা উপন্যাস 'স্বর্গাদপি গরিয়সী' কার লেখা ?

উত্তর : বিভুতিভূষণ বন্দোপাধ্যায় 

৬. শেক্সপিয়ারের কোন নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় অনুবাদ করেছিলেন তার গৃহশিক্ষকের কাজের জন্য ?

উত্তর : ম্যাকবেথ 

৭. সুকুমার রায় শিশুদের জন্য কোন পত্রিকা প্রকাশ করেছিলেন যেটি পরবর্তী কালে সত্যজিত রায় পুনরায় প্রকাশ করেন ? 

উত্তর : সন্দেশ 

৮. কম্পিউটার মাউস কে আবিস্কার করেন ?

উত্তর : ডগলাস অ্যাঙ্গলবার্ড 

৯. পশ্চিমবাংলায় কোন সময় মুগ ডাল চাষ হয় ?

উত্তর : শীতকালে 

১০. ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর আত্মজীবনী 'না খতম হোনে ওয়ালি কাহানি' ?

উত্তর : বিশ্বনাথ প্রতাপ সিং (B.P. Singh)

১১. বিখ্যাত ফুটবলার লুইস ফিগো - কোন দেশের বাসিন্দা ?

উত্তর : পর্তুগাল 

১২. কোন আন্তর্জাতিক ক্রিকেটার এর আত্মজীবনী 'Never Say Die' ?

উত্তর : Steve Waugh ( অস্ট্রেলিয়া )

১৩. প্রদোষ দাশগুপ্ত কোন ক্ষেত্রের সাথে যুক্ত ?

উত্তর : ভাস্কর্য 

১৪. খ্যাতনামা খেলোয়াড় মাইকেল জর্ডন কোন খেলার সাথে যুক্ত ?

উত্তর : বাস্কেটবল

১৫. 'My Side' - কোন আন্তর্জাতিক ফুটবলারের আত্মজীবনী ?

উত্তর : ডেভিড বেকহাম ( ইংল্যান্ড )

১৬. উত্তরাখন্ড এর তেহেরি বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে ?

উত্তর : ভাগীরথী 

১৭. সেন্ট জর্জ পার্ক কোন শহরে অবস্থিত ?

উত্তর : ডারবান ( দক্ষিন আফ্রিকা )

১৮. খ্যাতনামা ফুটবলার Milon Barros কোন দেশের বাসিন্দা ?

উত্তর : চেক প্রজাতন্ত্র 

১৯. সুকান্ত ভট্টাচার্যের কোন কবিতার সাথে Paul Edward এর 'Liberty' তুলনা করা হয়েছে ?

উত্তর : আঠারো বছর বয়স 

২০. কোন দেশকে ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালি ঘিরে রয়েছে ?

উত্তর : সুইজারল্যান্ড 

২১. 'Kuz Netsk' কি ?

উত্তর : রাশিয়ার বিখ্যাত একটি কয়লা খনি 

২২. 'Chuqui Camata' কি কারনে বিখ্যাত ?

উত্তর : দক্ষিন আমেরিকার চিলিতে অবস্থিত পৃথিবীর সব থেকে বৃহত একটি তামার খনি 

২৩. সন্দীপন চন্দ্র কোন খেলার সাথে যুক্ত ?

উত্তর : দাবা

২৪. মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ?

উত্তর : আব্দুল রহমান টুপু 

২৫. ভারতে কোথায় কবে মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিস্থ হয় ?

উত্তর : ১৯১৬ সালে পুনেতে প্রথম মহিলা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয় ( এটি প্রতিষ্ঠা করেছিলেন ধন্দ কেশভ  )