পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ০৫

 


পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ০৫

১. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ?

উত্তর : সিয়াচেন 

২. দাক্ষিনাত্যের কৃষ্ণমৃত্তিকা যে শিলা থেকে সৃষ্টি হয়েছে ?

উত্তর : ব্যাসল্ট শিলা 

৩. দালহি-রাজহারা আয়রন মাইন কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর : ছত্তিসগড়    

৪. আহমেদাবাদ কে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন ?

উত্তর : প্রচুর কাপড়ের কল আছে তাই 

৫. গোপন কুটনৈতিক তথ্য় যে ওয়েবসাইটে ফাঁস হয়েছিল তার নাম কি ?

উত্তর : WIkileaks 

৬. 'Five Point Someone' উপন্যাসটি কে লিখেছেন ?

উত্তর : চেতন ভগত 

৭. সচিন তেন্দুলকর কে কোন সালে ভারত রত্ন সম্মান দেওয়া হয় ?

উত্তর : ২০১৪ 

৮. আমির খুসরু কোন বাদ্যযন্ত্রের বাদক ছিলেন ?

উত্তর : সেতার 

৯. আলাউদ্দিন খলজির সভাকবি কে ছিলেন ?

উত্তর : আমির খুসরু 

১০. কে প্রথম খেলরত্ন পান ?

উত্তর : বিশ্বনাথন আনন্দ 

১১. সত্যেন বোস কোন ক্ষেত্রের সাথে যুক্ত ?

উত্তর : চলচ্চিত্র পরিচালক 

১২. ক্ষতস্থান থেকে রক্তক্ষরন কোন ভিটামিনের অভাবে ঘটে ?

উত্তর : ভিটামিন K 

১৩. অর্ধবৃত্তাকার নালী কোন অঙ্গে দেখা যায় ?

উত্তর : কান 

১৪. আলোকবর্ষ কিসের একক ?

উত্তর : দূরত্ব

১৫. শব্দ কোন মাধ্যমে বিস্তার লাভ করে না ?

উত্তর : শুন্য মাধ্যম 

১৬. বেদের সর্বশেষ অংশ কোনটি ?

উত্তর : উপনিষদ 

১৭. কোন রাজাদের আমলে কাঞ্চিপুরমের মন্দিরগুলি নির্মান হয়েছিল ?

উত্তর : পল্লব রাজাদের আমলে 

১৮. দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের বিরোধী পক্ষে কে ছিল ?

উত্তর : হিমু বা হেমচন্দ্র 

১৯. বঙ্গভঙ্গ কবে রদ হয়েছিল ?

উত্তর : ১৯১১ সালের ১২ ই ডিসেম্বর 

২০. ভারতের প্রাচীনতম পর্বত কোনটি ?

উত্তর : আরাবল্লী পর্বত ( এটি একটি ক্ষয়জাত পর্বত )

২১. বর্তমান ভারতের বৃহত্তম কয়লাখনি কোথায় অবস্থিত ?

Ans :  ঝাড়খন্ড (ঝরিয়া)

২২. IISCO কোথায় অবস্থিত ?

Ans : কুলটি, বানপুর

২৩. TISCO কোথায় অবস্থিত ?

Ans : জামশেদপুর 

২৪. ভারতীয় মুদ্রার রূপী চিহ্ন টি কে তৈরি করেছেন ?

Ans : উদয় কুমার ধর্মলিঙ্গ 

২৫. সাইন নেওয়াল কোন খেলার সাথে যুক্ত ?

Ans : ব্যাডমিন্টন