দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 19/01/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 19/01/2021
❐ 1. কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী প্রতিবছর 23 শে জানুয়ারি 'পরাক্রম দিবস' হিসেবে পালন করা হবে
❐ 2. WHO এক্সিকিউটিভ বোর্ডের 148 তম অধিবেশনে সভাপতিত্ব করলেন হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার কেন্দ্রিয়মন্ত্রী ড: হর্ষবর্ধন
❐ 3. Specified Skilled Worker (SSW) দের প্রমোট করার জন্য ভারত জাপানের সাথে চুক্তি (MoU) স্বাক্ষর করলো
❐ 4. ষষ্ঠবারের জন্য উগান্ডার রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন Yoweri Museveni
❐ 5. Yonex Thailand ওপেন ব্যাডমিন্টন ট্যুরনামেন্ট 2021 মহিলা বিভাগে জিতলেন Carolina Marin এবং পুরুষ বিভাগে জিতলেন Viktor Axelsen
❐ 6. RBL ব্যাংক বিশ্বভীর আহুজা কে পুনরায় ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ করলো
❐ 7. সম্প্রতি উল্লেখযোগ্য শিল্পপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কমল মোরারকা প্রয়াত হলেন
❐ 8. সোমনাথ মন্দির ট্রাস্টের চেয়ারম্যান পদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে নিযুক্ত করা হলো
❐ 9. ভারতের ডিফেন্স রিসার্চ সংস্থা DRDO রিজার্ভ পুলিশ ফোর্স CRPF এর হাতে মোটর বাইক অ্যাম্বুলেন্স 'Rakshita' তুলে দিলো
❐ 10. কেরালার আলাপ্পুজহা তে ভারতের প্রথম লেবার মুভমেন্ট মিউজিয়াম গড়ে উঠতে চলেছে