দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 02/01/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 02/01/2021
■ 1. স্টিল অর্থরিটি অফ ইন্ডিয়া (SAIL) এর চেয়ারম্যান পদে সোমা মন্ডল কে নিযুক্ত করা হলো
■ 2. ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশন (IOSCO) এর সহকারী সদস্য হলো ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার অর্থরিটি (IFSCA)
■ 3. 6 টি রাজ্যের লাইট হাউস প্রজেক্টস (LHPs) এর ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শিল্যান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
■ 4. ভারতীয় সংস্কৃতি এবং মাইথোলজির উপর ইতালিয়ান লেখক Alfredo Covelli সম্প্রতি একটি বই প্রকাশ করলেন,যার নাম 'Vahana Masterclass'
■ 5. ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডেপুটি ইলেকশন কমিশন পদে উমেশ সিনহা কে নিযুক্ত করলো
■ 6. ওড়িয়া বর্ষীয়ান মিউজিক ডিরেক্টর শান্তনু মহাপাত্র সম্প্রতি প্রয়াত হলেন
■ 7. আসাম রাজ্যের পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি বাড়ানোর জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) $ 231 মিলিয়ন লোন দিতে চলেছে
■ 8. হিমাচল প্রদেশের উদ্যান পালনে সাহায্য করার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) ভারতের সঙ্গে $ 10 মিলিয়ন লোন চুক্তি স্বাক্ষর করলো
■ 9. গোয়ার 14 বছর বয়সী Leon Mendonca ভারতের 67 তম চেস গ্রান্ডমাস্টার হলো
■ 10. দেশীয় পদ্ধতিতে তৈরি Laser Dazzlers সরবরাহের জন্য ভারতীয় নৌবাহিনী ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) এর সাথে চুক্তিবদ্ধ হলো