দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 01/01/2021

  

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 01/01/2021


➢ 1. অ্যাপয়েনমেন্ট কমিটি অফ দি কেবিনেট (ACC) ভারতীয় রিসার্চ সংস্থা ISRO চিফ কে সিভান কে আরো 1 বছরের জন্য স্পেস কমিশনের চেয়ারম্যান পদে বহাল রাখলো

➢ 2. ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ষষ্ঠ ডিজিটাল ইন্ডিয়া আওয়ার্ড 2020 প্রদান করলেন

➢ 3. ফুড এবং এগ্রিকালচারাল অর্গানাইজেশন (FAO) 4 টি চা উৎপাদন ক্ষেত্র কে গুরুত্বপূর্ণ গ্লোবাল এগ্রিকালচারাল হেরিটেজ সিস্টেম হিসেবে অন্তর্ভুক্ত করলো

➢ 4. মেরিটাইম সার্চ এবং রেসকিউ অপারেশনের সহযোগিতার জন্য ভারতীয় কোস্ট গার্ড 7 টি এশিয়ান দেশের সাথে চুক্তিস্বাক্ষর করলো

➢ 5. ব্যাঙ্গালুরু তে অটল বিহারী ভাজপাই ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এন্ড রিসার্চ সেন্টার এর উদ্বোধন করলেন কর্ণাটক মুখ্যমন্ত্রী BS Yediyurappa

➢ 6. গ্লোবাল ইন্ডিয়ান ডায়াসস্পরা কে সংযুক্ত করতে গ্লোবাল প্রবাসী রিস্তা পোর্টরাল এবং মোবাইল অ্যাপ লঞ্চ করলো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল আফফায়ার্স (MEA) 

➢ 7. NKJ Biofuel Ltd এবং BSSUM জোটবদ্ধ হয়ে দেশের প্রথম ইথানল প্লান্ট ছত্তিশগড়ে গড়ে তুলতে চলেছে

➢ 8. দিল্লির স্কুলগুলিকে সোলার প্রজেক্টের আওতায় আনতে দিল্লি সরকারের সাথে Oakridge Energy ফার্ম চুক্তিবদ্ধ হলো

➢ 9. কেরালার স্বাস্থ্যমন্ত্রী KK Shailaja হারমোনি ফাউন্ডেশনের অনুষ্ঠিত 'মাদার টেরেসা মেমোরিয়াল আওয়ার্ড 2020' পেলেন
 
➢ 10. রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং CEO পদে সুনীত শর্মা কে নিযুক্ত করা হলো, এর আগে এই পদে ছিলেন ভি কে যাদব