কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের প্রাকটিস মকটেস্ট এর বই প্রকাশিত হলো. আজ থেকেই ঘড়ি ধরে প্রাকটিস সেট দেওয়া শুরু করুন

আপনারা যারা আগত কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা দিচ্ছেন তারা জানেন আর দুই মাস পরেই পরীক্ষা। তাই সবার উচিত অ্যাডমিট প্রকাশের দিন অবধি অপেক্ষা না করে , আজ থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়া. ও আসল পরীক্ষার পরীক্ষার আদলে ঘড়ি ধরে প্র্যাকটিস সেট সলভ করা . কিন্তু বর্তমানে বাজারে ভালো কোনো প্রাকটিস সেট এর বই এখনও বেরোয়নি, তাই আমরা নিয়ে এসেছি একদম আসল পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী প্র্যাকটিস সেট. এই প্রাকটিস সেট ধরে পরীক্ষার অভ্যাস করলে অবশ্যই আগত পরীক্ষায় ভীষণ ভালো স্কোর করবেন. এই প্রাকটিস সেট এর বই টিতে পাবেন 30 টি ফুল প্রাকটিস সেট . বেকার ভাই বোনদের কথা ভেবে আমরা বইটির দাম খবুই কম রেখেছি. বই টি র দাম রাখা হয়েছে মাত্র 149 টাকায় অর্থাৎ একটি প্রাকটিস সেটার দাম পড়ছে মাত্র 5 টাকা দিয়ে . প্রত্যেক সেটার আনসার কি সাথে দেওয়া আছে বইটির এক্ষুনি কিনতে নিচের লিংকে ক্লিক করুন http://ashishbhowmick.graphy.com/products/WB-and-Kolkata-police-constable-recruitment-mock-tests-667cdc3c17438b77e4f471d9?dgps_s=pbl&dgps_u=c&dgps_uid=...